আসসালামু আলাইকুম, ভাই আমাকে একটু বলবেন কি যে ৪ রাকায়াত সুন্নত নামাজের ৩য় ও ৪র্থ রাকায়াতের কি সুরা ফাতিহার পরে কি অন্য আরও একটি সুরা পড়তে হবে নাকি ফরজের মত ৩য় ও ৪র্থ রাকায়াতে শুধু সুরা ফাতিহা পড়লেই হবে?
এই নিয়মটা কি মাযহাবের ভিন্নতার কারনে ভিন্ন হতে পারে?