আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3523

নামায

প্রকাশকাল: 22 সেপ্টে. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ভাই আমাকে একটু বলবেন কি যে ৪ রাকায়াত সুন্নত নামাজের ৩য় ও ৪র্থ রাকায়াতের কি সুরা ফাতিহার পরে কি অন্য আরও একটি সুরা পড়তে হবে নাকি ফরজের মত ৩য় ও ৪র্থ রাকায়াতে শুধু সুরা ফাতিহা পড়লেই হবে?
এই নিয়মটা কি মাযহাবের ভিন্নতার কারনে ভিন্ন হতে পারে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। সুন্নাত নামাযে প্রত্যেক রাকআতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে। এই মাসআলাতে কোন মতভেদ নেই।