assala mualaikum orahma tullahe obarkathu আমার প্রশ্ন হলো, আমরা প্রবাসে থাকি, একজনে একটা রুম ভাড়া নিতে পারিনা, তো আমি হালাল উপার্জন করি বা চেষ্টা করি, কিন্তু আমার বন্ধুরা নানা পথে হারাম উপার্জন করে, আমার রান্নার দিন আমি বাজার করি, আর তাদের দিনে তারা বাজার করে, আমি জানি কেউ হোটেলে শুওর বিক্রির কাজ করে, কেউ বা প্রকাশে মদ বিক্রি করে সেই টাকা দিয়ে বাজার করে তো আমার জন্য সেটা খাওয়া হালাল হবে কিনা, আর এই ধরনের রুম বাদ দিলে ওননো রুম একই অবস্থা, সুননত তরিকাই বলবেন আমি আপনাদের উত্তরের অপেক্ষায় আছি