আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3519

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 সেপ্টে. 2015

প্রশ্ন

assala mualaikum orahma tullahe obarkathu আমার প্রশ্ন হলো, আমরা প্রবাসে থাকি, একজনে একটা রুম ভাড়া নিতে পারিনা, তো আমি হালাল উপার্জন করি বা চেষ্টা করি, কিন্তু আমার বন্ধুরা নানা পথে হারাম উপার্জন করে, আমার রান্নার দিন আমি বাজার করি, আর তাদের দিনে তারা বাজার করে, আমি জানি কেউ হোটেলে শুওর বিক্রির কাজ করে, কেউ বা প্রকাশে মদ বিক্রি করে সেই টাকা দিয়ে বাজার করে তো আমার জন্য সেটা খাওয়া হালাল হবে কিনা, আর এই ধরনের রুম বাদ দিলে ওননো রুম একই অবস্থা, সুননত তরিকাই বলবেন আমি আপনাদের উত্তরের অপেক্ষায় আছি

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সবার যেহেতু বাজার করতে হয় সুতরাং ওর টাকা দিয়ে বাজার করলেও মূলত আপনার টাকাতেই আপনি খাচ্ছেন। তাই না জায়েজ হবে না ইনশাআল্লাহ। তবে যদি আরো ভালো জায়গাতে থাকার সুযোগ হয় তাহলে সেখানে থাকবেন।