আসসালামুআলাইকুম, হুজুর, আপনাদের কাছে প্রশ্ন, আমার আব্বু ইন্তিকালের আগে বেশ কিছু দিন নামাজ আদায় করতে পারেনাই। স্ট্রোক করার কারনে হোশ ছিলনা । এখন আমাদের করনীয় কি? কেও বলতেছে কাযা নামেজের কাফফারা হিসাবে টাকা দিতে। এই বিষয় নিয়ে কি কোরআন হাদিসের স্পষ্ট কোন বিবরন আছে? জানালে খুশি হব। আব্বুর জন্য আমাদের করনিয় কি জানাবেন।