আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3500

নামায

প্রকাশকাল: 30 আগস্ট 2015

প্রশ্ন

আসসালামুআলাইকুম, হুজুর, আপনাদের কাছে প্রশ্ন, আমার আব্বু ইন্তিকালের আগে বেশ কিছু দিন নামাজ আদায় করতে পারেনাই। স্ট্রোক করার কারনে হোশ ছিলনা । এখন আমাদের করনীয় কি? কেও বলতেছে কাযা নামেজের কাফফারা হিসাবে টাকা দিতে। এই বিষয় নিয়ে কি কোরআন হাদিসের স্পষ্ট কোন বিবরন আছে? জানালে খুশি হব। আব্বুর জন্য আমাদের করনিয় কি জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হুশ না থাকলে তার উপর নামায ফরজ নয়। সুতরাং নামায না পড়ার কারণে কোন কাযা-কাফফারা করা লাগবে না, টাকা পয়সা দিতে হবে না। আপনাদের এখন করণীয় হলো তার জন্য সর্বদা দুআ করা, তার মাগফিরাতের উদ্দেম্যে দান-সদকা করা। আমরা দুআ করি আল্লাহ আপনার আব্বাকে জান্নাত দান করুন।