আসসালামুয়ালাইকুম, একটা সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করছি, উত্তর দিলে খুব উপকৃত হব। বিস্তারিত বলছি, আমার বাবা এবং চাচারা মোট ছয় ভাই। দাদার মৃত্যু বরণ করার প্রায় ২৮ বছর পর জায়গা জমি যার যার নামে ভাগ করে নেয়। কিন্তু আমার বাবার অংশে দাদার কবর টি পরে। এখন এই কবরটি থাকার কারণে জায়গাতে কোনো ঘরবাড়ি করা যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের সমস্যার কারণ এই কবরটি স্থানান্তর করার কোন জায়েজ নিয়ম আছে? থাকলে দয়াকরে পদ্ধতিটি জানাবেন, আর যদি সম্ভব না হয় তাও দয়া করে জানাবেন।