As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3492

হজ্জ

প্রকাশকাল: 22 Aug 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার মা এইবার হজ্জ করেছেন। উনি তেতাল্লিশ দিন এর প্রোগ্রাম এ গিয়ে উনি তিরিশ দিন মক্কায় আর বাকিটা মদিনায় কাটিয়েছেন। এবং উনি একাধারে ১৫দিনের বেশী মক্কায় অবস্থান করেছে। উনি হজ্জের সময় কোরবানি দিয়েছে। উনাকে কি আবার তার আবাসস্থলে কোরবানি দিতে হবে? আর যদি কেউ নিজের আবাসস্থলে কোরবানি না দেয় তাহলে কি তার হজ্জে কোনো সমস্যা হবে? আর এখন কি সেই কোরবানি আদায় করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরবানী আদায় হয়ে গেছে। যে কোন জায়গাতে কুরবানী দিলেই হবে।