হাদীসে এই সময় নফল নামায আদায় করতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সা. বলেছেন, لا صلاة بعد الصبح حتى تطلع الشمس -وفي رواية: حتى ترتفع الشمس- ولا صلاة بعد العصر حتى تغيب الشمس ফজরের পর কোন সালাত নেই সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পর কোন সালাত নেই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। বুখারী ও মুসলিম।