আছর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে কোনো নফল নামাজ পড়া যায় কি?
উত্তর
হাদীসে এই সময় নফল নামায আদায় করতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সা. বলেছেন, لا صلاة بعد الصبح حتى تطلع الشمس -وفي رواية: حتى ترتفع الشمس- ولا صلاة بعد العصر حتى تغيب الشمس ফজরের পর কোন সালাত নেই সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পর কোন সালাত নেই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। বুখারী ও মুসলিম।