আসসালামুআলাইকুম, বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে মাফ করে না। সুতরাং, আমি হক নষ্ট করেছি । এখন, উক্ত ব্যক্তিকে সেটা জানাতে পারবো না বা বলতে পারার মত অবস্থা নেই। তাই আমি কি করতে পারি তার এই হক থেকে মুক্তি পেতে? আমি যার যার নামে গীবত করেছি তাদের অনেকের সাথে যোগাযোগ নেই । আমি কিভাবে এই গীবতের পাপ থেকে মুক্তি পেতে পারি?
আমার অগোচরে অর্থাৎ আমি মনে করছি আমি কারো হক নষ্ট করছি না, কিন্তু আসলে কোন বান্দার হক নষ্ট হচ্ছে। আমি সেসব কি করে সেসব বান্দার হক থেকে মুক্তি পাব?
অর্থাৎ, জীবনে যত গবীত, বুঝে না বুঝে যত বান্দার হক নষ্ট করেছি তা থেকে কিভাবে মুক্তি পাব? দয়া করে উত্তর দিবেন?