আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3428

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 জুন 2015

প্রশ্ন

আসসালামুআলাইকুম, বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে মাফ করে না। সুতরাং, আমি হক নষ্ট করেছি । এখন, উক্ত ব্যক্তিকে সেটা জানাতে পারবো না বা বলতে পারার মত অবস্থা নেই। তাই আমি কি করতে পারি তার এই হক থেকে মুক্তি পেতে? আমি যার যার নামে গীবত করেছি তাদের অনেকের সাথে যোগাযোগ নেই । আমি কিভাবে এই গীবতের পাপ থেকে মুক্তি পেতে পারি?
আমার অগোচরে অর্থাৎ আমি মনে করছি আমি কারো হক নষ্ট করছি না, কিন্তু আসলে কোন বান্দার হক নষ্ট হচ্ছে। আমি সেসব কি করে সেসব বান্দার হক থেকে মুক্তি পাব?
অর্থাৎ, জীবনে যত গবীত, বুঝে না বুঝে যত বান্দার হক নষ্ট করেছি তা থেকে কিভাবে মুক্তি পাব? দয়া করে উত্তর দিবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার কাছে যদি কোন মানুষ টাকা পয়সা বা কোন সম্পদ পেয়ে থাকে কিংবা আপনি যদি কারো সম্পদ নষ্ট করে ফেলেন আর তাকে আপনি বলতে পারছেন না সেক্ষেত্রে আপনি অন্য কারো মাধ্যমে উক্ত সম্পদের ক্ষতিপূরণ দিয়ে দিবেন এবং ক্ষমা চেয়ে নিবেন। যার মাধ্যমে দিবেন তাকে বলবেন, সে যেন আপনার পরিচয় প্রকাশ না করে। অন্য কোন ভাবে কারো হক নষ্ট হলে (আপনি যেগুলো লিখেছেন), তাঁর কাছে ক্ষমা চেয়ে নিবেন, সম্ভব না হলে আল্লাহর কাছে ক্ষমা চাবেন এবং ভষিষ্যতে যেন এমন অপরাধ আর না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন।