বর্তমানে অনেকেই প্যান্ট-ট্রাউজার্স টাখনুর উপর গুটিয়ে সালাত আদায় করে থাকে। হাদিসে সালাত আদায়কালে কাপড় গুটাতে নিষেধ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে-
১.এই নিষেধাজ্ঞা কোন পর্যায়ের-হারাম নাকি মাকরূহ?
২.এভাবে কাপড় গুটিয়ে সালাত আদায় করলে সালাতের কোন ক্ষতি হবে কি না?