আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3315

নামায

প্রকাশকাল: 26 ফেব্রু. 2015

প্রশ্ন

বর্তমানে অনেকেই প্যান্ট-ট্রাউজার্স টাখনুর উপর গুটিয়ে সালাত আদায় করে থাকে। হাদিসে সালাত আদায়কালে কাপড় গুটাতে নিষেধ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে-
১.এই নিষেধাজ্ঞা কোন পর্যায়ের-হারাম নাকি মাকরূহ?
২.এভাবে কাপড় গুটিয়ে সালাত আদায় করলে সালাতের কোন ক্ষতি হবে কি না?

উত্তর

প্যান্ট-ট্রাউজার্স টাখনুর নীচে থাকলে গুটানো আবশ্যক। সালাতে হোক কিংবা সালাতের বাইরে হোক টাকনুর নিচে প্যান্ট-ট্রাউজার্স পরা যাবে না, নীচে চলে গেলে গুটাতে হবে।