আস-সালামু আলাইকুম ওয়া রহমাতু্ল্লাহ। প্রতিবার প্রস্রাব এর পর, ভালভাবেই টিস্যু ব্যবহার করি। কিন্তু এরপরেও প্রায়ই গোপনাঙ্গে প্রস্রাবের ফোটা জমা হয়। এমনকি ৩০/৪০ মিনিট পরেও দেখা যায় যে, গোপনাঙ্গের মুখে সামান্য প্রস্রাব জমা হয়ে আছে। এইসব কারণে নামাজের সমস্যা হয়। মসজিদ থেকে এসে, কাপড় পরিবর্তনের সময় দেখা যায় যে, আন্ডারপ্যান্টে প্রস্রাব এর ফোটা লেগে সামান্য ভিজে গিয়েছে। আমার নামাজ আদায় হল, কি হলনা… এই নিয়ে শংশয়ে থাকি। মাঝে মাঝে এইসব কারণে, একবার অজু করে এসে… আবার অজু করতে হয়। এখন আমার কি করা উচিৎ, প্লিজ একটু জানাবেন।