As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 323

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 Dec 2006

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমি এক তাফসির কিতাবে পরেছি জান্নাতে ঈসা (আ) এর মা মারিয়াম (আ) এর সাথে রাসুলুল্লাহ (স) এর বিয়ে হবে। হাদিসটা সহিহ কিনা জানতে চাই। আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুন। আমিন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।এই বিষয়ে বর্ণিত সমস্ত হাদীসই যয়ীফ কিংবা মুনকার, সহীহ বা গ্রহনযোগ্য পর্যায়ের নয়। বিস্তারিত জানতে দেখুন, সিলসিলাতুয যয়ীফাহ, হাদীস নং ৮১২ এবং ৫৮৮৫।