আমি আগেও প্রশ্নটি করেছি কিন্তু লিখায় কিছু অপূর্ণতা থাকায় উত্তর পাইনি। আমাদের একটা স্বর্ণের দোকান আছে দোকানে প্রায় ৫০ ভরি স্বর্ণ আছে। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় স্বর্ণ সহ দোকানটি আমার চাচাকে ভাড়া দিয়ে মাসে ৫০০০ টাকা করে নিতেন। আমার বাবা মারা যায় ২০০৭ এ। এরপর থেকে ভাড়া বাড়িয়ে ৬০০০ করে দেয় আমার চাচা। আমরা চার ভাই-বোন। আমি মেজ। আমার মা বেঁচে আছেন। ২০০৭ এ বাবা মারা যাওয়ার সময় আমার বড় বোনের বয়স ছিল ২০, আমার ১৫, আমার ছোট বাইয়ের ১৩, আমার ছোট বোনের ৮ বছর। আমরা সবাই পড়াশোনা অবস্থায় ছিলাম। ইনকাম করার মত কেউ ছিল না। বাবা মারা যাওয়ার সময় দাদী বেঁচে ছিলেন কিন্তু দাদা বাবার আগে মারা যান। আমরা যা ভাড়া পাই তাই দিয়ে আমাদের পরিবার চলে। যেহেতু ইনকাম করার মত পরিবারে কেউ নেই। আমার প্রশ্ন হল
১. প্রায় ৫০ ভরি স্বর্নের যাকাত দিতে হবে কিনা? যদি দিতে হয় কিভাবে দিব? আমাদের তো দেওয়ার মত টাকা নেই যা পাই তা সংসার খরচে চলে যায়। বাবা ২০০৭ এ মারা যাওয়ার পর ২০১৮ পর্যন্ত আমরা কোন যাকাত দিইনি এই স্বর্ণের। যদি দিতে হয় এতদিন যা দিইনি তা কি হবে?
ধন্যবাদ, Email – [email protected]