আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3209

যাকাত

প্রকাশকাল: 12 নভে. 2014

প্রশ্ন

আমি আগেও প্রশ্নটি করেছি কিন্তু লিখায় কিছু অপূর্ণতা থাকায় উত্তর পাইনি। আমাদের একটা স্বর্ণের দোকান আছে দোকানে প্রায় ৫০ ভরি স্বর্ণ আছে। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় স্বর্ণ সহ দোকানটি আমার চাচাকে ভাড়া দিয়ে মাসে ৫০০০ টাকা করে নিতেন। আমার বাবা মারা যায় ২০০৭ এ। এরপর থেকে ভাড়া বাড়িয়ে ৬০০০ করে দেয় আমার চাচা। আমরা চার ভাই-বোন। আমি মেজ। আমার মা বেঁচে আছেন। ২০০৭ এ বাবা মারা যাওয়ার সময় আমার বড় বোনের বয়স ছিল ২০, আমার ১৫, আমার ছোট বাইয়ের ১৩, আমার ছোট বোনের ৮ বছর। আমরা সবাই পড়াশোনা অবস্থায় ছিলাম। ইনকাম করার মত কেউ ছিল না। বাবা মারা যাওয়ার সময় দাদী বেঁচে ছিলেন কিন্তু দাদা বাবার আগে মারা যান। আমরা যা ভাড়া পাই তাই দিয়ে আমাদের পরিবার চলে। যেহেতু ইনকাম করার মত পরিবারে কেউ নেই। আমার প্রশ্ন হল
১. প্রায় ৫০ ভরি স্বর্নের যাকাত দিতে হবে কিনা? যদি দিতে হয় কিভাবে দিব? আমাদের তো দেওয়ার মত টাকা নেই যা পাই তা সংসার খরচে চলে যায়। বাবা ২০০৭ এ মারা যাওয়ার পর ২০১৮ পর্যন্ত আমরা কোন যাকাত দিইনি এই স্বর্ণের। যদি দিতে হয় এতদিন যা দিইনি তা কি হবে?
ধন্যবাদ, Email – [email protected]

উত্তর

প্রথম কথা হলো আপনাদের চুক্তিটি বৈধ হয় নি। অর্থাৎ স্বর্ণ ভাড়া দেয়া জায়েজ নেই। স্বর্ণ ভাড়া দিয়ে টাকা পয়সা নিলে সেটা সুদ হিসেবে গণ্য। আর যাকাতের বিষয়টি হলো, আপনার পিতা মারা যাওয়ার পর তার সম্পদ অটোমেটিক আপনাদের মাঝে ভাগ হয়ে যাবে। আপনাদের যাদের ভাগে সাড়ে সাত ভরি স্বর্ণ পড়েছে তাদের তখন থেকে যাকাত দিতে হবে। তবে আপনার ভাইবোনদের মধ্যে যারা না বালেগ ছিলো তাদের তখন থেকে যাকাত দিতে হবে না। যখন বালেগ হয়েছে তখন থেকে যাকাত দিতে হবে। সুতরাং অবিলম্বে আপনারা এই চুক্তি বাতিল করুন। ইনকাম করার মত না থাকলেও বালেগ হলে তার মালে জাকাত দিতে হবে। বিস্তারিত জানেত দয়া করে ইশার পর ফোন করবেন 01762629405