As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3151

লেনদেন

প্রকাশকাল: 15 Sep 2014

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমার বউ বিবাহ বহিভূত সম্পক এর কারণে সন্তান নিছে কিন্তু আমি বুঝতে পারছি সে ভুল করছে পাপ করছে। আমি চাই বউ এর ভূল এর কারণে বাচ্চা যেন কষ্ট না পাই। তাই চাচ্ছি ওকে ক্ষমা করতে। কিন্তু প্রশ্ন হল ইসলাম কি বলে… দয়া করে জানাবেন…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার স্ত্রী যদি অনুতপ্ত হয়ে ফিরে আসে তাহলে আপনি তাকে তালাক না দিয়ে নিজের কাছে রাখলে আশা করি আপনি সওয়াব পাবেন। তবে মাফ করার বিষয়টি আল্লাহর হাতে। সে যদি নিজের দোষ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করতে পারেন।