As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3152

বিবিধ

প্রকাশকাল: 16 Sep 2014

প্রশ্ন

আসসারামু আলাইকুম। হজরত, কবরের আযাব সম্পর্কে কোরআন শরীফের কোন্ কোন্ সূরার কত নম্বর আয়াত রয়েছে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা দিলে খুবই উপকৃত হবো এবং চির কৃতজ্ঞ থাকবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কবরের আযাব সত্য। কুরআন ও হাদীস দ্বারা অকাট্যভাবে প্রমানিত। তবে একটা কথা মনে রাখতে হবে ইসলামের কোন বিধান সাব্যস্ত হওয়ার জন্য কুরআন ও হাদীসের যে কোন একটিই যথেষ্ট। কবরের আযাব বিষয়ে কুরআনের বর্ণনা: وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ (45) النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ আর ফিরআউনের গোষ্ঠীকে নিকৃষ্ট আযাব ঘিরে ধরলো।সকাল সন্ধা আগুনের সামনে তাদেরকে পেশ করা হয় আর কিয়ামতের দিন ফেরেস্তাদের বলা হবে ফেরআউনের গোষ্ঠিকে কঠিন আযাবে প্রবেশ করাও। সূরা মূমিন, আয়াত নং ৪৫-৪৬। উক্ত আয়াতে কিয়ামতের আয়াবের পূর্বে আরো একটি শাস্তির কথা বলা হয়েছে, এটাই হলো কবরের আযাব। হাদীসে আছে রাসূলুল্লাহ সা. এই দুআ করতেন اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ অর্থ: হে আল্লাহ, আমি কবরের আয়াব থেকে আপনার কাছে আশ্রয় চাই, দজ্জালের ফিৎনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। …….. সহীহ বুখারী, হাদীস নং ৮৩২ আশা করি উত্তর পেয়েছেন।