Assalamu alikum orahmatullah আমার জানার আগ্রহ হল, হজ্জ ঐ দেশে এবং ঐ হজ্জকারীর কুরবানী যদি যথা সময়ে এই দেশে দিই তাহলে কি হজ্জ বা কুরবানীর হুকুম কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। যথাসময় বলতে কী বুঝিয়েছেন স্পষ্ট নয়। তবে হজকারীর পক্ষ থেকে যদি বাংলাদেশে কুরবানী করা হয় তাহলে বাংলাদেশে যে দিন কুরবানীর ঈদ হবে সেদিন কুরাবনী করতে হবে। এভাবে করলে হজ ও কুরবানী দুটোই সহীহ হবে।