আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3096

ঈদ কুরবানী

প্রকাশকাল: 22 জুলাই 2014

প্রশ্ন

Assalamu alikum orahmatullah আমার জানার আগ্রহ হল, হজ্জ ঐ দেশে এবং ঐ হজ্জকারীর কুরবানী যদি যথা সময়ে এই দেশে দিই তাহলে কি হজ্জ বা কুরবানীর হুকুম কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যথাসময় বলতে কী বুঝিয়েছেন স্পষ্ট নয়। তবে হজকারীর পক্ষ থেকে যদি বাংলাদেশে কুরবানী করা হয় তাহলে বাংলাদেশে যে দিন কুরবানীর ঈদ হবে সেদিন কুরাবনী করতে হবে। এভাবে করলে হজ ও কুরবানী দুটোই সহীহ হবে।