As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 306

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 Dec 2006

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি HSC পরীক্ষার্থী, আমার লেখাপড়াতে মনোযোগ এবং মেধা দিন দিন কমে যাচ্ছে। আমাকে এমন কিছু দুয়া শিখিয়ে দিন যা আমি সিজদা এর সময় পড়বো যাতে আমার পরা লেখা ভাল হয়।

উত্তর

আমরা আপনার জন্য দুআ করি, আল্লাহ আপনার এই সমস্যা দূর করুন। প্রথমত আপনি যাবতীয় গুনাহের কাজ ত্যাগ করতে চেষ্টা করুন এবং আপনার সমস্যার জন্য আল্লাহর কাছে দুআ করুন। আর নিচের দুআ দুটি নফল নামাযের সাজদার মধ্যে এবং অন্যান্য সময় পাঠ করতে থাকুন। ১.رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي বাংলা উচ্চারণ: রব্বিশ রহলি- ছদরি- ওয়া ইয়াসসিরলি- ওয়াহলুল উকদাতাম মিন লিসানি- ইয়াফকহু কওলি-। অর্থ: হে আমার প্রভু, আমার বক্ষকে উন্মেচিত করুন, আমার জন্য আমার বিষয়াদি সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে আমার কথা মানুষ বুঝতে পারে। ২. رَّبِّ زِدْنِي عِلْمًا উচ্চারণ: রব্বি যিদ নি- ইলমা-। অর্থ: হে আমার রব্ব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।