As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 305

আদব আখলাক

প্রকাশকাল: 30 Nov 2006

প্রশ্ন

স্যার, আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু
এই লিঙ্কের ভিডিও-র আনুমানিক ৫৪মিনিট ২০সেকেন্ড-এর অংশে এই বক্তা বলেছেন, রাসুলুল্লাহ সাল্লালাহু অলাইহিওয়াসাল্লাম (একবার ) দাড়িয়ে পেশাব করেছেন, কথাটা কি সত্য?

আশাকরি উত্তর দিয়ে বাধিত করবেন |
সাইফুল ইসলাম হাওলাদার, টোকিও, জাপান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। হ্যাঁ, একটি হাদীসে উল্লেখ আছে যে, রাসূলুল্লাহ সা. একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। জামে তিরমিযী হাদীস নং ২৬। তবে ঐ একবারই তিনি এমনটি করেছিলেন। অন্যান্য সকল হাদীসে তিনি বসে পেশাব করেছেন বলে উল্লেখ আছে। এমন কি আয়েশা রা. বলেছেন, রাসূলুল্লাহ সা. দাঁড়িয়ে পেশাব করেছিলেন একথা বিশ্বাস করবে না। জামে তিরমিযী, হাদীস নং ২৯। সুতরাং সাধারণ অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা উচিৎ নয়। তবে বিশেষ কোন প্রয়োজনে এমনটি করলে অনুচিৎ হবে না।