এক বোন কি তার অন্য বোনকে তার স্বর্ণের যাকাতের টাকা দিতে পারে, বোনের স্বামী কোন রকমে মাসে ৫ হাজার টাকার মত ইনকাম করে তিন সন্তান সহ ৫ জনের সংসার চালায়। সন্তানদের চিকিৎসা ও লেখাপড়া কোন রকমে চলছে। জাগাজমি যা কিছু আছে তা ভবিষ্যতের চিন্তা করে বিক্রি করছে না নিজের ঘরও বানানো হচ্ছে না। বোনকে সাংসারিক টাকা দিলে স্বামী রাগ করবে বা ঝগড়া করবে তাই যদি ঐ বোনকে যাকাতের টাকা দিতে চায় তার বিধান কি?