আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2912

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 জানু. 2014

প্রশ্ন

এক বোন কি তার অন্য বোনকে তার স্বর্ণের যাকাতের টাকা দিতে পারে, বোনের স্বামী কোন রকমে মাসে ৫ হাজার টাকার মত ইনকাম করে তিন সন্তান সহ ৫ জনের সংসার চালায়। সন্তানদের চিকিৎসা ও লেখাপড়া কোন রকমে চলছে। জাগাজমি যা কিছু আছে তা ভবিষ্যতের চিন্তা করে বিক্রি করছে না নিজের ঘরও বানানো হচ্ছে না। বোনকে সাংসারিক টাকা দিলে স্বামী রাগ করবে বা ঝগড়া করবে তাই যদি ঐ বোনকে যাকাতের টাকা দিতে চায় তার বিধান কি?

উত্তর

হ্যাঁ, বোন যদি যাকাত পাওয়ার যোগ্য হয় তাহলে আপন বোনকে যাকাত দেয়া যাবে। প্রশ্নে উল্লেখিত বর্ণনা মতে উক্ত বোনকে যাকাত দেয়া যাবে।