As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 288

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 Nov 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়খ!আমার জানার বিষয় হলো,একজন বিবাহিত পুরুষ,যার একজন স্ত্রীতে তার জৈবিক চাহিদা পূরণ হচ্ছে না এবং তিনি মারাত্বকভাবে যে কোন যিনামূলক বা অশ্লীল কাজে পড়ে যাওয়ার আশঙ্কা করেন। এখন আমরা সবাই অবগত যে,সামাজিকভাবে একাধিক বিবাহকে খুবই ঘৃণিত চোখে দেখা হয়,এ কাজে বাধা দেয়া হয় এবং মানসিক ভাবে হেয় করা হয়। এ অবস্থায় অনেক পুরুষই ইচ্ছা থাকলেও বিষয়টা চেপে রাখতে চাইলেও,বিভিন্ন রকম কষ্টে পতিত হয়ে থাকেন। তাই সকল কারণগুলোতে অনেকে দ্বিতীয় বিবাহ করতে পারেন না এবং কেউ কেউ দ্বীন মানতে চাওয়ার পরেও অশ্লীল কাজে না পেরে জড়িত হয়ে পড়েন। এখন এ ধরণের পুরুষদের করণীয় কী?সে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেন। দেখুন, আমাদের সকলেরই জানা যে, দি¦তীয় বিয়ের কারণে ব্যক্তি ও তার পরিবার বিভিন্ন পারিবারিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হয়। শুধু নিজের নয় পরিবারের অন্যদের কথাও চিন্তা করতে হবে। সুতরাং এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তাই আপনার প্রথম কাজ হলো আপনার এই সমস্যটি আপনার স্ত্রীকে বুঝিয়ে বলা। তার কোন মানসিক বা শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেয়া। যদি সে বুঝতে না চাই তাহলে ভাল কোন আলেমের নিকট নিয়ে যান যে তাকে বিষয়টি বুঝিয়ে বলবে। এরপরও যদি সমস্যর সমাধান না হয় তাহেল আজকাল অনেকেই গোঁপনে দ্বিতীয় বিয়ে করছে আপনি সেরকম করতে পারেন। এতে আশা করি আপনি পারিবারিক ও সামাজিক অসুবিধার সম্মুখীন হবেন না।