As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 287

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 Nov 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম
ডঃ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সারের কাছে এই বিষয়টা জানতে চাচ্ছি
ফরেক্স ব্যবসা । ইহা কি হালাল না হারাম? কুরআন ও হাদিসের আলোকে উত্তর দিলে অত্যান্ত খুশি হবো। আমি নিজে কিছু ইনভেস্ট করেছি এখন আমি কি এটা করেবো না বন্ধ করে দিবে। আমি ইউরো ইসডি ডলার ক্রয়-বিক্রয় করি। দীঘ মেয়াদি লেনদেন করি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রশ্নটি আরো স্পষ্ট করে করলে ভাল হতো। যাই হেক আমরা জানতে পেরেছে যে, অনেক দেশের সন্ট্রোল ব্যাংক র্কতৃক তাদরে মুদ্রার একটা ইন্টারস্টে রটে থাক। আপনি ফরক্সে ট্রডে করলে সইে ইন্টারস্টে রটে আপনার বলোয়ও প্রযোজ্য হব। এই ইন্টারস্টে মুসলমিদরে জন্য হারাম। এই ঝামলো দূর করার জন্য প্রায় সব ব্রোকার আজকাল ইন্টারস্টে ফ্রি একাউন্ট / ইসলামকি একাউন্ট / মুসলমি ফ্রন্ডেলি একাউন্ট সার্পোট করে যখোনে ঐ ইন্টারস্টে হসিাব হয় না। তাহলে সন্ট্রোল ব্যাংক ইন্টারস্টে যটো হারাম সটো থকেে আমরা মুক্ত। মুদ্রা ব্যবসার ক্ষেত্রে মূল বিষয় হল একই মুদ্রা লেনদেনের ক্ষেত্রে মূল্য কম বেশী করা যাবে না। সমান হতে হবে। যেমন বাংলাদেশী টাকা ১০ টাকা ১১ টাকার দ্বারা বিক্রি করা যাবে না। ১০ টাকা ১০টাকাতেই বিক্রি করতে হবে। আর সমান সমান করে লেনদেন করলেও নগদ হতে হবে, বাকীতে হলে জায়েজ হবে না। মুদ্রা ভিন্না হলে লেনদেনের ক্ষেত্রে মূল্য কম বেশী করা যাবে। তবে শর্ত হলো নগদ লেনদেন হতে হবে। যেমন ১ ডলার বাজার মূল্য ৮০/৯০/১০০ যাই হোক বিক্রয় করা যাবে। তবে এই লেনদেন হতে হবে নগদ, বাকীতে হলে জায়েজ হবে না। যেমন কোন মাসের ১ তারিখ ডলার দিবেন আর টাকা নিবেন ২০ তারিখে এটা জায়েজ নেই। ডলার বুঝে পেয়ে টাকা বুঝে দিতে হবে, একই মাজলিসে। রাসূলুল্লাহ সা. বলেছেন, الذَّهَبُ بِالذَّهَبِ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَالْبُرُّ بِالْبُرِّ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالتَّمْرُ بِالتَّمْرِ وَالْمِلْحُ بِالْمِلْحِ مثلاً بِمثلٍ سَوَاءً بِسَوَاءٍ يَدًا بِيَدٍ فَإِذَا اخْتَلَفَتْ هَذِهِ الأَصْنَافُ فَبِيعُوا كَيْفَ شِئْتُمْ إِذَا كَانَ يَدًا بِيَدٍ অর্থ: স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রোপার বিনিময়ে রোপার বিনিময়ে রোপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবনের বিনিময়ে লেনদেন হতে হবে সমান সমান, নগদ নগদ। আর যখন এই শ্রেনীগুলো ভিন্ন্ হবে (অর্থাৎ স্বর্ণের বিনিময়ে রোপা বা খেজুরের বিনিময়ে জব) তাহলে যেভাবে ইচ্ছা বিক্রি কর তবে নগদ নগদ।সহীহ মুসলিম, হাদীস নং ৪১৪৭। আরো দেখুন, সহীহ বুখারী, হাদীস নং ২১৭৫।