আসসালামুয়ালাইকুম,
টাখনুর নিচে কাপড় পরা হারাম
(১) মুজা পরলে ও তো টাখনু ঢাকা থাকে, সেটা ও কি হারাম?
(২) বুট জুতা বা অন্যান উঁচু জুতা পরলে টাখনু ঢাকা থাকে, সেটা ও কি হারাম?
(৩) প্যান্ট নিচের দিক থেকে ভাজ করে টাখনুর উপরে রাখলে কি সুন্নাত আদায় হয়ে যাবে? না কি প্যান্ট কেটে ছোট করতে হবে?