আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2866

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 ডিসে. 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,
টাখনুর নিচে কাপড় পরা হারাম
(১) মুজা পরলে ও তো টাখনু ঢাকা থাকে, সেটা ও কি হারাম?
(২) বুট জুতা বা অন্যান উঁচু জুতা পরলে টাখনু ঢাকা থাকে, সেটা ও কি হারাম?
(৩) প্যান্ট নিচের দিক থেকে ভাজ করে টাখনুর উপরে রাখলে কি সুন্নাত আদায় হয়ে যাবে? না কি প্যান্ট কেটে ছোট করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পরিধেয় বস্ত্র টাখনুর নীচে থাকলে সমস্যা। মোজা টাখনুর উপরে গেলে সমস্যা নেই। বুট জুতা টাখনু ঢেকে ফেললেও সমস্যা নেই। প্যান্ট নিচের দিক থেকে ভাজ করে টাখনুর উপরে রাখলেই হবে। তবে কেটে ফেলা ভাল, যাতে ভুলেও নিচে না নেমে যায়।