আস সালামু আলাইকুম আমি এক মুফতিকে বলতে শুনেছি যে,ইফতারিতে নাকি আগুনে তৈরি খাবার (বুট, পিয়াজু, বেগুনি ইত্যাদি) খাওয়া সুন্নাহ না, রাসূল সঃ নাকি ইফতারি তে আগুনে তৈরি খাবার খেতেন না, ওই মুফতি হুযুর বলেছেন আপনারা ইফতারি তে ফল,পানি এসব খাবার খাবেন এবং আগুনে তৈরি খাবার যদি খেতে চান তবে তা নামাযের পর খাবেন,তাহলে ইফতারির সুন্নাত আদায় হবে। এ কথাটা কি সত্য?