As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2839

রোজা

প্রকাশকাল: 7 Nov 2013

প্রশ্ন

আস সালামু আলাইকুম আমি এক মুফতিকে বলতে শুনেছি যে,ইফতারিতে নাকি আগুনে তৈরি খাবার (বুট, পিয়াজু, বেগুনি ইত্যাদি) খাওয়া সুন্নাহ না, রাসূল সঃ নাকি ইফতারি তে আগুনে তৈরি খাবার খেতেন না, ওই মুফতি হুযুর বলেছেন আপনারা ইফতারি তে ফল,পানি এসব খাবার খাবেন এবং আগুনে তৈরি খাবার যদি খেতে চান তবে তা নামাযের পর খাবেন,তাহলে ইফতারির সুন্নাত আদায় হবে। এ কথাটা কি সত্য?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইফতারীতে যে কোন হালাল খাবার খাওয়া যাবে। রাসূলুল্লাহ সা. খেতেন না তাই খাওয়া যাবে না এ কথা ঠিক নয়। খাবারের ক্ষেত্রে এমন বিধি-নিষেধ ঠিক নয়।