As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2743

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 Aug 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। 1) সুন্নাতে খাৎনা উপলক্ষে (ছোট ভাই বয়স 7) আমার খালুকে দাওয়াত করতে গেলে সে এই সমস্ত দাওয়াত খাইনা বলে চরম প্রতিবাদ করেন । তার পীর তাকে নাকি নিষেধ করেছে । আমি সুন্নাহের আলোকে এ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিস্তারিত জানানোর কিছু নেই। সুন্নাহর আলোকে সুন্নাতে খাৎনার জন্য বর্তমান যে অনুষ্ঠান হয় তার কোন সুযোগ নেই। সাহাবীগণ বা তাবে বা তাবে তাবেঈগণ এসব করেন নি। এগুলো বর্জন করা উচিত। এই সব দাওয়াত করা এবং সেখানে যাওয়া সব কিছু থেকে বিরত থাকা আবশ্যক।