As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2742

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 Aug 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। 1) বেনামাজির হাতের রান্না খাওয়ার বিধান কি? ধরুন কোন হটেলে etc 2) হিন্দুদের তৈরি করি মিষ্টি, দয় etc. খাওয়া যাবে কি? 3) কোন হিন্দু বন্ধু যদি দাওয়াত করে তাহলে কি করব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বেনামাযীর হাতের রান্না খাওয়া যাবে না এমন নয়, খাওয়া জায়েজ আছে। ২। হিন্দুদের জবেহ করা প্রাণী বাদে তাদের তৈরী অন্য খাবার খাওয়া যাবে। ৩। দাওয়াত খাওয়া যাবে, তবে তাদের হাতে জবেহ করা কোন কিছু খাওয়া যাবে না।