As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2724

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Jul 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম, আমার একটি সরকারী চাকুরী হয়েছিল কিন্তু ঘুষের টাকা দিতে না পারায় চাকুরিতে যোগ দিতে পারি নাই। আমি বর্তমানে একটিNGO তে অডিট অফিসার (Audit Officer) হিসেবে কাজ করছি কিন্তু আমি আগে সে সকল চাকুরীতে ছিলাম সেগলিতে অপরাধ ও সূদ ছিল এবং বর্তমানে প্রায় সব চাকুরীতেই সূদ আছে এখন আমার প্রশ্ন যে, আমার বর্তমান চাকুরিটা করা এবং বেতন নেওয়া হালাল হচ্ছে কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, এন জি ও টা যদি সুদভিত্তিক ঋন কার্য্যক্রম চালায় বা এজাতীয় কাজ করে তাহরে তো আপনার এই কাজটা ভাল নয়। অবিলেম্বে কোন পরিচ্ছন্ন কর্মসংস্থানের খোঁজ করতে হবে। আর যদি সুদের সাথে সংশ্লিষ্ট না হয়, সেবা-মূলক হয় তাহরে তো সমস্যা নেই।