As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2723

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 Jul 2013

প্রশ্ন

আস সালামুয়ালাইকুম। স্যার ঘর জামাই থাকার ব্যাপারে ইসলাম কি বলে। আমাদের নবি s. কি কখনো ঘর জামাই ছিলেন? বা অন্য কোনও নবি কি ঘর জামাই ছিলেন?plz জানালে উপকৃত হবো ইনশাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন নবী ঘর জামাই ছিলেন কি না আমার জানা নেই। তবে মূসা আ. দশ বছরের মত শ্বশুর বাড়ি ছিলেন। আর ইসলামের দৃষ্টিতে ঘর জামাই থাকা কোন অপরাধ নয়। প্রয়োজনে থাকতে পারে।