আস-সালামু আলাইকুম। নিম্নোক্ত প্রশ্নসমূহ নিয়ে একটু কনফিউসানে আছি। ১. কুরআন ও হাদীসে বর্নিত সকল দোয়া রুকু,সিজদা ও শেষ বৈঠকে পরা যাবে কি? রুকু সিজদাতে কুরআনে বর্নিত দোয়া করা যাবে না মর্মে কিছু আছে কি?
২. ঐ সকল অবস্থায়(রুকু,সিজদা,তাশাহুদ) দোয়া করার ক্ষেত্রে একই দোয়া একাধিকবার বা একাধিক দোয়া একই সিজদায় পড়া যাবে কি?
৩. রাহে বেলায়াতে বর্নিত রুকু সিজদাহর তাসবীহ গুলো এক রুকু বা সিজদাতে একাধিক তাসবীহ পরা যাবে কি? আর সাধারনত আমরা যে সকল তাসবীহ(সুব…….আযীম,সুব…….আলা) পড়ে থাকি এই তাসবীহ গুলো একেবারে না পড়ে শুধু অন্য তাসবীহ পড়াতে কোন সমস্যা হবে?
৪. একই সিজদায় একই দোয়া একাধিকবার বা একাধিক দোয়া আমার যতক্ষন খুশি ততক্ষন পর্যন্ত সিজদায় থেকে করা যাবে কি? অর্থাৎ এমন কোন বাধ্যবাধকতা কি আছে যে আমাকে ১০-১৫ বার এর বেশি দোয়া বা তাসবীহ পড়া ঠিক হবেনা?