আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2707

যিকির দুআ আমল

প্রকাশকাল: 28 জুন 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। নিম্নোক্ত প্রশ্নসমূহ নিয়ে একটু কনফিউসানে আছি। ১. কুরআন ও হাদীসে বর্নিত সকল দোয়া রুকু,সিজদা ও শেষ বৈঠকে পরা যাবে কি? রুকু সিজদাতে কুরআনে বর্নিত দোয়া করা যাবে না মর্মে কিছু আছে কি?
২. ঐ সকল অবস্থায়(রুকু,সিজদা,তাশাহুদ) দোয়া করার ক্ষেত্রে একই দোয়া একাধিকবার বা একাধিক দোয়া একই সিজদায় পড়া যাবে কি?
৩. রাহে বেলায়াতে বর্নিত রুকু সিজদাহর তাসবীহ গুলো এক রুকু বা সিজদাতে একাধিক তাসবীহ পরা যাবে কি? আর সাধারনত আমরা যে সকল তাসবীহ(সুব…….আযীম,সুব…….আলা) পড়ে থাকি এই তাসবীহ গুলো একেবারে না পড়ে শুধু অন্য তাসবীহ পড়াতে কোন সমস্যা হবে?
৪. একই সিজদায় একই দোয়া একাধিকবার বা একাধিক দোয়া আমার যতক্ষন খুশি ততক্ষন পর্যন্ত সিজদায় থেকে করা যাবে কি? অর্থাৎ এমন কোন বাধ্যবাধকতা কি আছে যে আমাকে ১০-১৫ বার এর বেশি দোয়া বা তাসবীহ পড়া ঠিক হবেনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বি, রুকু ও সাজাদতে কুরআন পড়া যাবে না। নিচের হাদীসটি দেখুন: علي بن أبي طالب يقول نهاني رسول الله صلى الله عليه و سلم عن قراءة القرآن وأنا راكع أو ساجد হযরত আলী রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রুকু বা সিজদায় কুরআন পড়তে নিষেধ করেছেন। -সহীহ মুসলিম, হাদীস ৪৮০ তাই ফকীহগণ বলেছেন, রুকু-সিজদায় ইচ্ছাকৃত কুরআন পড়লে নামায মাকরূহ তাহরীমী হবে। তাই এ থেকে বিরত থাকা আবশ্যক। ২। হ্যাঁ, যাবে। ৩।এই তাসবীহগুলোই রুকু সাজদাতে পাঠ করা উচিত। তবে অন্যগুলোও পড়লেও সমস্যা নেই। ৪। না, কোন বাধ্যবাধকতা নেই।