আসসালামু আলাইকুম বর্তমান সমাজে কিছু সাবালক-সাবালিকা তাদের মা-বাবা অথবা তাদের অভিভাবকদের না জানিয়ে বিয়ে করছে ( কাজি অফিস/কোর্ট মেরিজ)। যা ইসলাম সমর্থন করে না। কিন্তু ছেলে-মেয়েদের দিকে তাকিয়ে মা-বাবা কোন একসময় তাদের বিয়ে মেনে নেই। মা-বাবা তাদের মেনে নেওয়ার পর তাদের বিয়ে কি হালাল হবে নাকি আবার নতুন করে বিয়ে পরতে হবে