আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2670

বিবাহ-তালাক

প্রকাশকাল: 22 মে 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম বর্তমান সমাজে কিছু সাবালক-সাবালিকা তাদের মা-বাবা অথবা তাদের অভিভাবকদের না জানিয়ে বিয়ে করছে ( কাজি অফিস/কোর্ট মেরিজ)। যা ইসলাম সমর্থন করে না। কিন্তু ছেলে-মেয়েদের দিকে তাকিয়ে মা-বাবা কোন একসময় তাদের বিয়ে মেনে নেই। মা-বাবা তাদের মেনে নেওয়ার পর তাদের বিয়ে কি হালাল হবে নাকি আবার নতুন করে বিয়ে পরতে হবে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই মাসআলাতে আলেমদের মাঝে ইখতিলাফ আছে। অধিকাংশ আলেমের মতে এভাবে বিবাহ হয় না, সুতরাং নতুন করে বিয়ে করতে হবে। তবে হানাফী মাজহাবে এভাবে বিয়ে হয়ে যাবে, নতুন করে বিয়ে পড়ানোর দরকার নেই। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন, আমাদের দেয়া 0041 নং প্রশ্নের উত্তর।