আমার বাবা আমার মায়ের নামে একটি ইন্সুরেন্স করেছিলেন ২০০০ সালে যার শর্ত লেখা ছিল পেনশন হিসাবে। প্রতি বছর ৯০০০টাকা করে ১৮ বছর দিল । দেওয়া শেষ এখন প্রতি মাসে ৩০০০ টাকা করে যত দিন বাঁচে আমার মা পাবেন, মা মারা যাওয়ার পর আমার ছোট ভাই নমিনী হিসেবে আরো দশ বছর পাবে, দেওয়া হয়েছে ১৬২০০০ আর পাবে অনির্দিষ্ট সংখ্যা। এখন ঐ টাকা কি হালাল হবে?