As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2623

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 Apr 2013

প্রশ্ন

গোসল ফরয হলে কি গোসল করার আগে খাওয়া বা পানাহার করা যাবে?
নাকি গোসল করার আগ পযন্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে?

উত্তর

গোসল ফরজ হলে পানাহার করা যাবে। সব কাজও করা যাবে। শুধুমাত্র নামাযের পূর্বে গোসল করে নামায পড়তে হবে।