As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 262

শিরক-বিদআত

প্রকাশকাল: 18 Oct 2006

প্রশ্ন

স্যার আস্সালামুআলাইকুম আশা করি আপনি খুব ভালো আছেন | আমার প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দিলে ভালো হতো | আমি মেডিটেশন করতে চাই | এটা কি শিরয়ত সম্মত কি না জানতে চাই | এটা কি কোনো শির্ক হবে কিনা | আর আমি একজন ছাত্র তাই আমার লেখাপড়ার জন্য আত্মবিশ্বাস দরকার | তাই আত্মবিশ্বাস বাড়ার জন্য আমাকে সুন্নাহ সম্মত কিছু নিয়ম বলুন | আশা করি আমার প্রশ্নের উত্তর আপনি খুব দ্রুত দিবেন |

উত্তর

ওয়া আলাইকুমুস সালালাম। আপনি মেডিটেশনে যাবেন। এর অনেক ক্ষতিকর দিক রয়েছে। বরং আপনি সুন্নাহ সম্মত দুয়া ও যিকিরে মনোনিবেশ করুন। এর মাধ্যমে আপনি আল্লাহ তায়ালার প্রিয়পাত্র হয়ে উঠবেন আর আপনার আত্নবিশ্বাসও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।