As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 263

হালাল হারাম

প্রকাশকাল: 19 Oct 2006

প্রশ্ন

মুহতারাম আস সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমর শিক্ষার প্রয়োজেনে মানুষের কঙ্কাল কিনতে হয় কিন্তু ১ম বর্ষে র পর অর্থাৎ ৩য় বর্ষের গেলে কঙ্কাল আর প্রয়োজন হয়না। তাই এটা এখন আমি বিক্রী করতে চাই, যেমন অন্যরা করে । কিন্তু আমি এটা কিনেছিলাম ২৪০০০ টাকা দিয়ে যার বর্তমান মূল্য ৩০০০০ টাকা। আমি কি এটা ৩০০০০ টাকায় বিক্রি করতে পারবো? অনেক আলেম বলেন – কঙ্কাল বিক্রি করা জায়জ নাই? সঠিক সমাধান চাই।

উত্তর

শিক্ষার উপকরণ হিসেবে কঙ্কাল বেচাকেনা জায়েজ আছে তাই আপনি বিক্রী করতে পারবেন। দাম কোন বিষয় নয়, বাজার দর অনুযায়ী বিক্রী করা যাবে। সুতরাং আপনি ৩০ হাজার টাকায় বিক্রী করতে পারবেন।