As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2464

প্রকাশকাল: 28 Oct 2012

প্রশ্ন

নামাজের প্রত্তেক উঠাবসায় তাকবির বলা লাগবে কি মাঝে মদ্দে ভূলে গেলে কি করণীয়

উত্তর

নামায শুরু করার সময় তাকবির বলা ফরজ। যেটাকে তাকবীরে তাহরীমা বলা হয়। এছাড়া অন্যান্য তাকবীর বলা সুন্নাত। সুন্নাত তাকবীরগুলো ভুলে গেলে বড় কোন সমস্যা নেই।