As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2465

প্রকাশকাল: 29 Oct 2012

প্রশ্ন

অযুর শুরুতে বিসমিল্লাহ না বললে কি অযু হবে

উত্তর

হাদীসে রাসূলুল্লাহ সা. ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু হবে না বলে উল্লেখ আছে। তবে হাদীসটির মান নিয়ে কথা আছে। অধিকাংশ মুহাদ্দিস হাদীসটিকে যয়ীফ বলেছেন। সুনানু তিরমিযী, হাদীস নং ২৫। এই হাদীসের ভিত্তিতে কোন কোন ফকীহ বলেছেন, বিসমিল্লাহ না বললে ওযু হবে না। তবে অধিকাংশ আলেমের মতে বিসমিল্লাহ না পড়লে কোন সমস্যা নেই। অন্য হাদীসে আছে فَتَوَضَّأْ كَمَا أَمَرَكَ اللَّهُ جَلَّ ওয করো যেভাবে আল্লাহ তায়ালা আদেশ করেছেন। সুনানু তিরমিযী,হাদীস নং ৩০২। হাদীসটিকে মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। আর কুরআনে আল্লাহ তায়ালা ওযু করার ক্ষেত্রে বিসমিল্লাহ পড়তে হবে এটা বলেন নি। আরো বিস্তারিত জানতে দেখুন https://islamqa.info/ar/21241