As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2210

ইতিহাস

প্রকাশকাল: 17 Feb 2012

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম আমার প্রশ্ন হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা এর কত জন সন্তান ছিল? তাদের মধ্যে কোন ছেলে সন্তান ছিল কি? আর থাকলেও তাদের সংক্ষিপ্ত ইতিহাস জানতে চাইl ধন্যবাদl

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। রাসূলুল্লাহ সা. এর সন্তান সংখ্যা ৬জন । পুত্র ২ জন। তারা হলেন হযরত ইব্রাহীম ও হযরত কাসে। তারা শৈশবেই মারা যান। এবং কন্যা সন্তান ছিলেন হযরত ফাতেমা, হযরত যয়নব, হযরত রোকাইয়া ও হযরত উম্মে কুলসুম।