আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন টা হচ্ছে ফরয নামাযের ৪র্থ রাকাতে যদি সুরা ফাতিহার সাথে ভুল করে অন্য সুরা তিলাওয়াত করে ফেলি সে ক্ষেত্রে করণীয় কী?আর মাঝে মাঝে আমি যখন নামাজে অন্যমনস্ক হয়ে যায় তখন উচ্চস্বরে তিলাওয়াত করলে আমার নামাজে আবার মন ফিরে আসে। এক্ষেত্রে কি সুন্নাত, নফল নামাজে উচ্চ স্বরে তিলাওয়াত করা যাবে?