আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2142

নামায

প্রকাশকাল: 11 ডিসে. 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন টা হচ্ছে ফরয নামাযের ৪র্থ রাকাতে যদি সুরা ফাতিহার সাথে ভুল করে অন্য সুরা তিলাওয়াত করে ফেলি সে ক্ষেত্রে করণীয় কী?আর মাঝে মাঝে আমি যখন নামাজে অন্যমনস্ক হয়ে যায় তখন উচ্চস্বরে তিলাওয়াত করলে আমার নামাজে আবার মন ফিরে আসে। এক্ষেত্রে কি সুন্নাত, নফল নামাজে উচ্চ স্বরে তিলাওয়াত করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শেষ দুই রাকআতে সূরা ফাতিহার পর অন্য কোন সূরা পাঠ করবে না। তবে যদি ভুল করে পাঠ করে তবে সেক্ষেত্রে শায়খ আব্দুল আযীয বিন বায রাহ. সহ অনেকেই বলেছেন সাজাদায়ে সাহু দেয়া লাগবে না। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwaOption=FatwaIdId=26636 http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwaOption=FatwaIdId=26636