আসসাল্মু আলাইকুম, জনাব আপনাদের ৫২২ নং প্রশ্নের উত্তরে
হযরত আয়েশা রা. বলেন, مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم رَأَى رَبَّهُ فَقَدْ كَذَبَ وَهْوَ يَقُولُ {لاَ تُدْرِكُهُ الأَبْصَارُ}
অর্থ: যে বলবে যে, মুহাম্মাদ সা. তার রবকে দেখেছে সে মিথ্যা বলবে। কেননা আল্লাহ তায়ালা বলেছেন, চোখসমূহ তাকে দেখতে পাবে না। যেই হাদিস টির নং উল্লেখ করেছেন সহীহ বুখারী, হাদীস নং ৭৩৮০। এটা কোন প্রকাশনীর? আমি যাচাই করতে পারছি না। ধন্যবাদ।