As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2069

হালাল হারাম

প্রকাশকাল: 29 Sep 2011

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম! আশা করি ভাল আছেন। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। বর্তমানে বিভিন্ন লোগো তে প্রানির ছবি ব্যবহার করা হয়। আবার কোথাও বৃত্ত দিয়ে মানুষের মুখ বোঝানো হয়। কোথাও সরাসরি প্রানির ছবি না থাকলেও বিভিন্ন আকার বা ইঙ্গিতে এরকম বোঝানো হয়। এরকম কি জাএজ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এগুলো জায়েজ নয়। আপনি একটি পরিচ্ছন্ন-হালাল কর্মের সন্ধান করুন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ তায়ালা আপনাকে পর্যাপ্ত পরিমান, সম্মানজনক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন।